মামলার নম্বর:
দায়েরের তারিখ ঃ ২৩/০২/২০১৮ ইং
মামলার ধরন ঃ জমি সংক্রান্ত
বরাবর,
চেয়ারম্যান,
৮নং সাখুয়া ইউনিয়ন পরিষদ,
উপজেলা ঃ ত্রিশাল , জেলা ঃ ময়মনসিংহ।
বিষয় ঃ গ্রাম্য আদালত গঠনের আবেদন ।
আবেদনকারীর নাম ও ঠিকানা
১। মো: হোসেন আলী
পিতা- মৃত শামসুদ্দিন
সাং- সাখুয়া
ডাকঘর- সাখুয়া
উপজেলা- ত্রিশাল
জেলা- ময়মনসিংহ
প্রতিবাদীর নাম ও ঠিকানা
১। শামসুদ্দিন
পিতা- মইজুদ্দিন
সাং- সাখুয়া
ডাকঘর- সাখুয়া
উপজেলা- ত্রিশাল
জেলা- ময়মনসিংহ
ঘটনার স্থান : সাখুয়া
তারিখ : ২৩/০২/২০১৮ ইং
মহাত্মন,
যথাবিহীত সম্মান প্রদর্শণ পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি (বাদী) মো: হোসেন আলী গত ২১ বছর আগে বিবাদীর পিতার নিকট থেকে সাফকাউলা মূলে ২২ শতাংশ জমি ক্রয় করি। কিন্তু বিবাদী চাতরালি করে তার বাবার নামে বি.আর.এস না করে তার নামে, তার মেয়ে ও তার চাচির নামে বি.আর.এস করে। ফলে আমার দলিল বাতিল হয়ে যায় । আমি পূণরায় দলিল করার কথা বললে বিবাদী আমাকে তিন বার তারিখ দেয় কিন্তু সে পূণরায় দলিল করে দেয় না।
অতএব, হুজুরের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টির সুষ্ঠু সমাদানে আপনার একান্ত মর্জি হয়।
আবেদনকারীর স্বাক্ষর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস